• Profile photo of rafin

      rafin posted an update

      7 months ago

      ১. নিবন্ধনের পর হজযাত্রী নিজে Saudi Visa Bio App এর মাধ্যমে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করবেন। সহায়তার জন্য হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ডিসি অফিস অথবা ইউডিসি সেন্টারে যোগাযোগ করুন। টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

      ২. বায়োমেট্রিক সনদ ও নিবন্ধন সনদসহ পাসপোর্ট ডিসি অফিস, ইসলামিক ফাউন্ডেশন, অথবা পরিচালক, হজ অফিস, ঢাকায় জমা দিয়ে রশিদ গ্রহণ করবেন।

      ৩. স্বাস্থ্য পরীক্ষা সরকারি হাসপাতালে বা বেসরকারি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে সম্পূর্ণ করে রিপোর্টসহ সরকার ঘোষিত টিকা কেন্দ্রে আপনার নিবন্ধনের সময় নির্বাচিত জেলায় উপস্থিত হয়ে মেনেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিয়ে টিকা সংবলিত স্বাস্থ্য সনদ গ্রহণ করতে হবে।

      ৪. নিবন্ধনের সময় নির্বাচিত জেলায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষিত তারিখে প্রশিক্ষণ গ্রহন করবেন।

      ৫. প্রাপ্ত ম্যাসেজে উল্লেখিত তারিখে ফ্লাইটের পূর্বে হজ অফিস, ঢাকায় রির্পোট করবেন।

      ৬. পাসর্পোট, টিকেট, ভিসা ও আইডি কার্ড এবং লাগেজ ট্যাগ ঢাকা হজ অফিস থেকে নির্ধারিত তারিখে সংগ্রহ করবেন।

      ৭. বাংলাদেশ ব্যাংকের আর্থিক বিধি অনুসরণপূর্বক প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা হজের সময় সঙ্গে নিন।

      ৮. ফ্লাইটের ছয় ঘন্টা পূর্বে ইমিগ্রেশনের জন্য ঢাকা, হজ অফিসে বিমান কাউন্টারে রির্পোট করবেন।

      Love
      HajjPortalBD
      1 Comment